দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভূক্ত কোম্পানি তওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রীমের চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৩) মুনাফা বেড়েছে ৪৮ শতাংশ। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
আজ সোমবার (২৯ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হয়।
অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নীট মুনাফা হয়েছে ২ কোটি ১৪ লাখ ৪৭ হাজার ৭২২ টাকা। যা আগেরবছর একই সময়ে ছিল ১ কোটি ৪৫ লাখ ৩৩ হাজার ১০৬ টাকা। সে হিসেবে কোম্পানিটির মুনাফা বেড়েছে ৬৯ লাখ ১৪ হাজার ৬১৬ টাকা বা ৪৮ শতাংশ।
আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৫ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ১৭ পয়সা। শেয়ার প্রতি আয় বেড়েছে ৪৮ শতাংশ।
আলোচ্য সময়ে কোম্পানিটির নিট ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১ টাকা ৪৫ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ১ টাকা ৪৮ পয়সা।
৩১ ডিসেম্বর ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নীট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১২ টাকা ৫১ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ১২ টাকা ৯৪ পয়সা ।