জানুয়ারি ২৩, ২০২৫

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভূক্ত কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের লেনদেন চালু হয়েছে।

আজ সোমবার (২৫ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে , গত বুধবার (২০ মার্চ ) কোম্পানিটি স্পট মার্কেটে শেয়ার লেনদেন শুরু করে। যা গত বৃহস্পতিবার (২১ মার্চ ) শেষ হয়েছে। গতকাল রবিবার রেকর্ড ডেটের কারণে কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ ছিলো।

গত এক বছরে কোম্পানিটির দর উঠানামা হয়েছে ৬৪.৮০ টাকা থেকে ৭৭.৮০ টাকা। গতকাল সমাপনী দর ছিল ৭৪.১০ টাকা, আজকের ওপেনিং দর ছিল ৬৯.০০ টাকা এবং এই রিপোর্ট লেখা পর্যন্ত আজকের দর উঠানামা হয়েছে ৬৮.০০ টাকা থেকে ৭০.৬০ টাকার মধ্যে। ২০০৩ সালে পুঁজিবাজারের তালিকাভূক্ত লাফার্জহোলসিম বাংলাদেশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড বর্তমানে এ ক্যাটাগরিতে অবস্থান করছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...