![](https://thebiz24.com/wp-content/uploads/2025/01/Untitled-1-copy-7.jpg)
![](https://thebiz24.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডন পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান খালেদা জিয়া। আজ বুধবার (৮ জানুয়ারি) বাংলাদেশ সময় দুপুর দুইটা ৫৮ মিনিটে তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান।
বেগম খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে লন্ডনের হিথ্রো এয়ারপোর্টের বাইরে অবস্থান করছেন যুক্তরাজ্য বিএনপি’র নেতাকর্মীরা।
এর আগে মঙ্গলবার রাত আটটা ২০ মিনিটের দিকে রাজধানীর গুলশানের ফিরোজা বাসভবন থেকে বের হয় খালেদা জিয়ার গাড়িবহর। তাকে একনজর দেখতে রাস্তায় নামেন হাজার হাজার মানুষ। সেই ভিড় ঠেলে রাত ১০টা ৫৫ মিনিটে বিমানবন্দরের আট নম্বর গেট (হ্যাঙ্গার গেট) দিয়ে তিনি প্রবেশ করেন।
রাত ১১টা ৪৬ মিনিটে তাকে বহনকারী রয়েল এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল বিমানবন্দর ত্যাগ করে।
লন্ডনে খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমান তাকে রিসিভ করবেন। এরপর সেখান থেকে সরাসরি খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে নিয়ে যাওয়া হবে বলে জানা গেছে।