জানুয়ারি ২৭, ২০২৫

র‌্যাবের সাবেক ডিজি হারুন অর রশিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ  রবিবার (২৬ জানুয়ারি) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে আন্তজার্তিক অপরাধ ট্রাইবুনাল এ আদেশ দেয়।

ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের জানান, আন্য কর্মকর্তাদেরও গ্রেফতারের অনুমতি চাওয়া হবে। তিনি জানান এরই মধ্যে ৯৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। এদের মধ্যে পুলিশ সদস্য সবচেয়ে বেশি।

আশুলিয়ায় ২৮ লাশ পোড়ানো ঘটনায় কনস্টেবল মুকুল, এসআই মালেককে ৩০ জানুয়ারি জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...