জানুয়ারি ২, ২০২৫

র‍্যাগিংয়ে জড়িত থাকার অভিযোগে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ছয় শিক্ষার্থীকে শিক্ষা কার্যক্রম থেকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় আরও তিন শিক্ষার্থীকে সতর্ক করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মামুনুর রশিদ বলেন, র‍্যাগিংয়ের অভিযোগ পাওয়ার পরে বিষয়টি নিয়ে গুরুত্ব সহকারে তদন্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভিযোগ প্রামাণিত হওয়ায় ওই শিক্ষার্থীদের বিষয়ে বিশ্ববিদ্যালয় নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় থেকে র‍্যাগিং নির্মূল করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করে যাচ্ছে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সাইফুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি ওই ছয় শিক্ষার্থীর কাছে পৌঁছে দেয়া হয়।

জানা গেছে, বহিষ্কার হওয়া শিক্ষার্থীরা গত ২৪ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ২০২৩ শিক্ষাবর্ষের কয়েকজন নবাগত শিক্ষার্থীকে বিভিন্নভাবে ক্যাম্পাসে ও আবাসিক ছাত্রাবাস সংলগ্ন এলাকায় হয়রানি করেন। হয়রানির শিকার শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ করেন। এরপর বিষয়টি তদন্ত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...