জানুয়ারি ৯, ২০২৫

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে হেরেছে ভারত। তবে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। আইসিসির হালনাগাদ র‍্যাংকিংয়ে উঠেছেন ক্যারিয়ারসেরা অবস্থানে।

শ্রীলংকার বিপক্ষে মারকুটে ব্যাটিংয়ে সিরিজে দুটি ফিফটি পেয়েছিলেন ভারত অধিনায়ক। ব্যাটিংয়ে ধারাবাহিকতার পুরস্কার হিসেবে আইসিসি ওয়ানডে ব্যাটারদের তালিকায় এক ধাপ এগিয়ে দুইয়ে উঠেছেন তিনি। তার রেটিং পয়েন্ট ৭৬৫।

ওয়ানডে ব্যাটারদের মধ্যে শীর্ষে আছেন বাবর আজম, তার পয়েন্ট ৮২৪। রোহিতের চেয়ে দুই পয়েন্ট কম নিয়ে তিনে রয়েছেন গিল (৭৬৩)। চতুর্থ স্থানে যৌথভাবে আছেন ভারতের বিরাট কোহলি ও আয়ারল্যান্ডের হ্যারি টেক্টর।

ওয়ানডে বোলারদের র‍্যাংকিংয়ে বড় কোনো পরিবর্তন আসেনি। আগের মতোই প্রথম চার স্থানে যথাক্রমে দক্ষিণ আফ্রিকার কেশাভ মহারাজ, অস্ট্রেলিয়ার জশ হেইজেলউড ও অ্যাডাম জ্যাম্পা এবং ভারতের কুলদিপ ইয়াদাভ। তবে এক ধাপ এগিয়ে শীর্ষ পাঁচে ঢুকেছেন নামিবিয়ার বের্নার্ড শুলজ।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...