নভেম্বর ১৪, ২০২৪

ক্রিকেট বিশ্বের এ সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান হলেন বিরাট কোহলি। আর সেরা ওপেনারের মধ্যে অন্যতম হলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।

কোহলি নাকি রোহিত কে সেরা? সম্প্রতি এক অনুষ্ঠানে এমন প্রশ্ন করা হয় ভারতীয় তারকা পেস বোলার মোহাম্মদ শামিকে।

তিনি বলেন, ‘প্রত্যেকের খেলার ধরন আলাদা। প্রত্যেকের চিন্তা করার ধরন আলাদা। প্রত্যেক অধিনায়ক আলাদাভাবে পরিকল্পনা করে। প্রত্যেকেই নিজ নিজ সময়ে নিজস্ব পরিকল্পনা তৈরি করেছে। বোলারদের সঙ্গে কথা হয়। কিভাবে খেলতে হয়, কিভাবে আক্রমণ করতে হয়। কিভাবে বের হবে। মিটিংয়ে ঠিক করা হয় কিভাবে খেলবেন।’

শামি আরও বলেন, ‘একজন অধিনায়কের দায়িত্ব আগে থেকেই আছে। তাকে অনেক কিছুর যত্ন নিতে হয়। ম্যাচ জিততে হয়, ব্যাটসম্যানকে আউট করতে হয়, ওভারেজেরও খেয়াল রাখতে হয়। তাই এমন পরিস্থিতিতে প্রতিটি মানুষ ভিন্নভাবে প্রতিক্রিয়া দেখায়। মাহি ভাই (ধোনি) কিছু না বললেও নিজের কাজ ঠিক বজায় রেখেছেন। বিরাট হুট করেই সব করে ফেলতেন। রোহিতের নিজস্ব কৌশল রয়েছে।’

শামি বলেন, ‘বিরাট কোহলি বিশ্বের সেরা ব্যাটসম্যান। তিনি অনেক রেকর্ড ভেঙেছেন। আমি মনে করি বিরাট সেরা কিন্তু আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ব্যাটসম্যান কে, আমি বলব রোহিত শর্মা।’

ভারতের ইতিহাসের সেরা অধিনায়ক কে? এমন প্রশ্নের জবাবে শামি বলেন, ‘যে বেশি সফল তাকেই শ্রেষ্ঠ বলা হয়। তাই আমার মতে মহেন্দ্র সিং ধোনি। কারণ তিনি যতটা অর্জন করেছেন তা আর কেউ করতে পারেননি।’

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...