জানুয়ারি ২২, ২০২৫

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে একই পরিবারে পিতা, ছেলে ও মেয়ে নিহত হয়েছে। এ ঘটনায় ক্যাম্পে উত্তেজনা বিরাজ করছে। আজ সোমবার ভোর ৫ টার দিকে উখিয়া উপজেলার লাল পাহাড় সংলগ্ন ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের একটি বসত বাড়িতে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ১৪ এপিবিএন এর অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক ( এডিআইজি ) মোহাম্মদ ইকবাল।

নিহতরা হলেন, উখিয়ার ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আহমেদ হোসেন (৬০), তার ছেলে সৈয়দুল আমিন (২৮) ও মেয়ে আসমা বেগম (১৩)।

এডিআইজি মো. ইকবাল বলেন, ভোরে অজ্ঞাত ১৫-২০ জন সন্ত্রাসী আহমেদ হোসেনের বাড়িতে প্রবেশ করে এলোপাতাড়ী গুলি ছুড়ে। এতে ঘটনাস্থলে আহমেদ হোসেন ও সৈয়দুল আমিন মারা যান। খবর পেয়ে এপিবিএন পুলিশের একটি ঘটনাস্থলে পৌঁছলে উপস্থিতি টের পেয়ে দূর্বৃত্তরা পালিয়ে যায়

পরে স্থানীয়রা গুলিবিদ্ধ আসমাকে উদ্ধার করে কুতুপালংস্থ এমএসএফ হাসপাতালে নিয়ে আসে। এসময় তার অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন।

এপিবিএন পুলিশের এ কর্মকর্তা বলেন, সকালে আশংকাজনক অবস্থায় গুলিবিদ্ধ আসমাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে আনা হয়। এসময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক হাসপাতালে পৌঁছার আগেই পথে তার মৃত্যু হয় জানিয়েছেন।

মোহাম্মদ ইকবাল জানান, প্রাথমিকভাবে জানা গেছে সৈয়দুল আমিন আরসার সন্ত্রাসী কার্যক্রমের সাথে দীর্ঘদিন যাবৎ সম্পৃক্ত থাকার কারণে অজ্ঞাত সন্ত্রাসীরা এই হত্যাকান্ড চালায়।

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান তিনি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...