ডিসেম্বর ২৭, ২০২৪

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমবি ফার্মা লিমিটেড রেকর্ড ডেট জানিয়েছে। কোম্পানিটির ১০ শতাংশ নগদ লভ্যাংশের জন্য রেকর্ড ডেট আগামীকাল ১২ ডিসেম্বর নির্ধরাণ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি ঘোষিত ২০ শতাংশ বোনাস লভ্যাংশের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে আবেদন করেছে। কিন্তু কমিশন এখনও অনুমোদন করেনি।

এমবি ফার্মার বোনাস লভ্যাংশ অনুমোদনের পর কোম্পানিটি আবার রেকর্ড ডেট ঘোষণা করবে।

প্রসঙ্গত, এমবি ফার্মা ৩০ জুন, ২০২২ সমাপ্ত হিসাব বছরে ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ২০ শতাংশ বোনাস ও ১০ শতাংশ নগদ।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...