ডিসেম্বর ২৯, ২০২৪

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে গতিময় বোলার এখন নাহিদ রানা। পাকিস্তানের বিপক্ষে ঘণ্টায় ১৫২ কিলোমিটার গতিতে বোলিং করে এই রেকর্ডের মালিক বনে যান তিনি।

নাহিদের আগে এই রেকর্ড ছিল আরেক পেসার রুবেল হোসেনের দখলে। ১৪৯.৫ কিলোমিটার গতিতে বল করে সে রেকর্ড নিজের নামে করেছিলেন রুবেল।

পাঁচ উইকেট নিয়ে পাকিস্তানের মাটিতে হাসানের অনন্য কীর্তি

তবে ১৫০ কিলোমিটারের মাইলফলক পার করা প্রথম বাংলাদেশি পেসার নাহিদ রানা-ই। সোমবার (২ সেপ্টেম্বর) রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে এই রেকর্ড গড়েন তিনি।

আগুনে বোলিংয়ে এদিন ৪ উইকেট শিকার করেছেন নাহিদ। শান মাসুদ, বাবর আজম, সৌদ শাকিল ও আবরার আহমেদের উইকেট ঝুলিতে পুরেছেন এই এক্সপ্রেস বোলার।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...