জানুয়ারি ১০, ২০২৫

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভূক্ত বিমা খাতের রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড।

আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) ঢাকা স্টক ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) থেকে জানা যায়।

জানা গেছে, কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এ ২’ রেটিং হয়েছে । কোম্পানিটির ৩১ ডিসেম্বর-২০২২ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।

গত এক বছরে কোম্পানিটির দর উঠানামা হয়েছে ৮৯.০০ টাকা থেকে ২৫৩.৫০ টাকা। গতকাল সমাপনী দর ছিল ১৪৪.০০ টাকা, আজকের ওপেনিং দর ছিল ১৪৪.১০ টাকা এবং এই রিপোর্ট লেখা পর্যন্ত আজকের দিনে দর উঠানামা হয়েছে ১৪০.০০ টাকা থেকে ১৪৪.৫০ টাকার মধ্যে। ২০০৯ সালে পুঁজিবাজারের তালিকাভূক্ত রুপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বর্তমানে এ ক্যাটাগরিতে অবস্থান করছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...