ডিসেম্বর ২২, ২০২৪

রাষ্ট্র মালিকানাধীন রূপালী ব্যাংক লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেডের ১২ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ জুলাই) মতিঝিলস্থ রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রধান কার্যালয়ের পর্ষদ কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

রূপালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও এবং রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর সাধারণ সভায় সভাপতিত্ব করেন।

এ সময় উপস্থিত ছিলেন রূপালী ব্যাংকের ডিএমডি তাহমিনা আখতার। এছাড়াও প্রতিষ্ঠানটির পরিচালক ও রূপালী ব্যাংকের জিএম মো. ফয়েজ আলম, পরিচালক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব ফরিদা ইয়াছমিন, পরিচালক এ কে এম শরিয়ত উল্লাহ, প্রফেসর ডা. শফিকুজ্জামান, নাসরিন সুলতানা এবং রূপালী ব্যাংকের জিএম ও প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা এস.এম দিদারুল ইসলামসহ উর্ধতন কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রতিষ্ঠানটির কোম্পানী সচিব মোস্তফা সাজ্জাদুল হক, এসিসিএ।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...