জানুয়ারি ৯, ২০২৫

রূপালী ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদে পরিচালক ও চেয়ারম্যান হিসেবে সাবেক ডেপুটি গভর্নর নজরুল হুদাকে নিয়োগ দেয়া হচ্ছে। গতকাল মঙ্গলবার (১৩ আগস্ট) উপসচিব আফছানা বিলকিসের স্বাক্ষরিত অর্থ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রূপালী ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদে পরিচালক ও চেয়ারম্যান হিসেবে জনাব নজরুল হুদা, সাবেক ডেপুটি গভর্নর-কে ০৩ (তিন) বছর মেয়াদে নিয়োগ প্রদানের নিমিত্ত ব্যাংক কোম্পানী আইন, ১৯৯১ এর বিধান মোতাবেক বাংলাদেশ ব্যাংক-এর অনুমোদন গ্রহণসহ পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

রূপালী ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদে জনাব নজরুল হুদা-এঁর পরিচালক ও চেয়ারম্যান হিসেবে যোগদানের তারিখ আবশ্যিকভাবে এ বিভাগকে অবহিত করার জন্যও অনুরোধ করা হলো।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...