জুলাই ৫, ২০২৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়ি থেকে তিনটি শক্তিশালী বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশের বিশেষায়িত বাহিনী সোয়াত ও অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) সদস্যরা। পরে বোমাগুলোর বিস্ফোরণ ঘটায় বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা।

মঙ্গলবার (২ জুলাই) বিকেলে অভিযান শেষে এ তথ্য জানান অ্যান্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার (অপারেশন) মোহাম্মদ ছানোয়ার হোসেন।

এর আগে, আজ সকাল ১০টার দিকে উপজেলার বরপা এলাকার সৌদি আরব প্রবাসী জাকির হোসেনের ৪ তলা বাড়িটি ঘিরে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। দুপুর দেড়টার দিকে বাড়িটিতে অভিযান শুরু করে এটিইউ এবং সোয়াত।

এটিইউ পুলিশ সুপার মোহাম্মদ ছানোয়ার হোসেন বলেন, ‘বাড়ির প্রতিটি ফ্ল্যাটে তল্লাশি চালানো হয়। এসময় তিন তলার একটি ফ্ল্যাটের একটি কক্ষ থেকে তিনটি শক্তিশালী বোমা উদ্ধার হয়। এছাড়া, উদ্ধার করা হয় বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম। পরে বিস্ফোরণ ঘটিয়ে বোমাগুলো নিস্ক্রিয় করা হয়।’

তিনি আরও বলেন, ‘সম্প্রতি গ্রেপ্তার হওয়াদের বিষয়ে জানতে পেরে হয়তো এই বাড়িতে থাকা জঙ্গি সদস্যরা পালিয়ে গেছে। তারা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।’

এটিইউ পুলিশ সুপার বলেন, ‘গত মাসের ৯ জুন নেত্রকোণা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের ভাসাপাড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে এক নারীকে গ্রেপ্তার করে এটিইউ। গত সোমবার কক্সবাজার থেকে একজন নারী জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের এই বাড়ির সন্ধান পাওয়া যায়। আজ সকাল ১০ টার দিকে সৌদি আরব প্রবাসী জাকির হোসেনের মালিকানাধীন চার তলা বাড়িটি ঘিরে ফেলা হয়।’

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *