ডিসেম্বর ২৩, ২০২৪

রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় শুক্রবার সংগীতশিল্পী রুনা লায়লার জন্মদিন উদযাপন করেন শিল্পীরা। তার জন্মদিন আগামী ১৭ নভেম্বর। এদিনে তিনি দেশে থাকবেন না। তাই সাত দিন আগেই উদযাপন করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধ্রুব মিউজিক স্টেশনের কর্নধার সংগীতশিল্পী ধ্রুব গুহ, দিঠি আনোয়ার, কনা, সাব্বির, রাশেদ, ইউসুফ, লিজা, লুইপা, ঝিলিক, মুহিন খান, অভিনেতা আব্দুন নূর সজল, উপস্থাপিকা শান্তা জাহান, রুহানী লাবণ্য, প্রয়াস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রদ্যুৎ কুমার তালুকদার, ক্রিমসন কাপের সিইও শরফরাজ আনোয়ার উপল।

উপস্থিত সবাই জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাকে নিয়ে নিজেদের অনুভূতি ব্যক্ত করেন।

রুনা লায়লা বলেন, এমন আয়োজনে আমি খুবই আপ্লুত। ওরা সবাই আমাকে অনেক ভালোবাসে। আমিও তাদের অনেক অনেক ভালোবাসি। তাদের সঙ্গে থাকতে, কথা বলতে, সময় কাটাতে আমার ভীষণ ভালো লেগেছে। আমার মনে হয় তাদের সঙ্গে মিশলে আমি আমার নিজের সম্পর্কে আরও জানতে পারব। আর আমার জীবনের যা কিছু অর্জন তা ওদের সঙ্গে শেয়ার করতেও ভালো লাগে। এভাবে ওরা সবসময়ই এমন করে আমার পাশে থাকবে বলে বিশ্বাস করি।

আয়োজন প্রসঙ্গে ধ্রুব গুহ বলেন, শ্রদ্ধেয় রুনাজির জন্মদিনের অগ্রিম আয়োজনে থাকতে পেরে বেশ ভালো লাগছে। ঈশ্বরের কাছে তার শতায়ু কামনা করছি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...