ডিসেম্বর ২৩, ২০২৪

ব্যবসায়িক সার্বিক পরিস্থিতি নিয়ে পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি রিং সাইন টেক্সটাইল লিমিটেডের (আরএসটিএল) পরিচালনা পর্ষদসহ দেশি-বিদেশি পাঁচটি ব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ওই বৈঠকে পাঁচ ব্যাংকের প্রতিনিধি ছাড়াও বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটির (বেপজা) প্রতিনিধি উপস্থিত থাকার কথা রয়েছে। বৈঠকটি বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় কমিশনে অনুষ্ঠিত হবে বলে সূত্রে জানা গেছে।

সম্প্রতি রিং সাইন টেক্সটাইল লিমিটেডের পরিচালনা পর্ষদের কাছে বৈঠকের বিষয়ে একটি চিঠি পাঠানো হয়েছে। একই সঙ্গে বৈঠকে বিষয়টি পাঁচ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ বেপজার নির্বাহী পরিচালককে অবহিত করা হয়েছে।

বিএসইসির চিঠিতে উল্লেখ করা হয়েছে, রিং সাইন টেক্সটাইল লিমিটেডের সার্বিক পরিস্থিতি নিয়ে কমিশনে বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় একটি বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে কোম্পানিটির পরিচালনা পর্ষদের সকল সদস্য, বাংলাদেশ এক্সপার্ট প্রোসেসিং জোন কর্তৃপক্ষ, প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, ওয়ান ব্যাংক লিমিটেড, ঢাকা ব্যাংক লিমিটেড, ইস্টার্ন ব্যাংক লিমিটেড এবং উরি ব্যাংক লিমিটেডের একজন প্রতিনিধিকে অংশগ্রহণের জন্য নির্দেশ দেওয়া হলো।

জানা গেছে, স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠকে রিং শাইনের বিদ্যমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে। এই বৈঠকে যেসব প্রতিষ্ঠান রিং শাইন অধিগ্রহণ করতে চায়, তাদের সমস্যা ও সম্ভাবনার বিষয়েও আলোচনা হতে পারে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...