ডিসেম্বর ২৪, ২০২৪

দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি রিং শাইন টেক্সটাইল লিমিটেড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসাবে সুং ওয়েন লি অ্যাঞ্জেলাকে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ সোমবার ২৮ আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, রিং সাইন টেক্সটাইলস লিমিটেড কর্তৃপক্ষ জানিয়েছে, পরিচালনা পর্ষদের সম্মতিক্রমে নতুন এমডি হিসেবে সুং ওয়েন লি অ্যাঞ্জেলাকে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ.এইচ.এম মকবুল হোসেন কোম্পানিটির এমডি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি গত ২৪ মে থেকে দায়িত্ব পালন করেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...