ডিসেম্বর ৩, ২০২৪

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, এখন থেকে রাস্তা দখল করে আর কোনো দোকান বসানো যাবে না। তিনি বলেন, এসব ব্যাপারে আগের চেয়ে বেশি কঠোর অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আজ বুধবার রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, ‘রাস্তার সমস্ত দোকানপাট আপাতত সরানো হবে। ফুটপাতের দোকানগুলো থাকবে।’

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘দেশে ইদানিং চাঁদাবাজি বেড়ে গেছে, এটি বন্ধে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চাঁদাবাজরা যত প্রতাপশালী হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না।’

রাজধানী ঢাকার নিরাপত্তা নিয়ে করা এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘মোহাম্মদপুরের অবস্থার উন্নতি হয়েছে। সেটাকে মডেল ধরে পুরো ঢাকা শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হবে। ঢাকার বাইরে থেকে যেসব পুলিশ এসেছেন, তাঁদের অলিগলি চিনতে সময় লাগবে। তাঁদের একটু সময় দিতে হবে।’

মূল সড়কে ব্যাটারিচালিত রিকশার কারণে যানজট বেড়ে যাচ্ছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত রিকশা চলা বেড়ে গেছে অনেক। এগুলো বন্ধে বিদ্যুৎ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করা হবে।’

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...