সেপ্টেম্বর ৮, ২০২৪

রাশিয়া গোয়েন্দা স্যাটেলাইট তৈরিতে উত্তর কোরিয়াকে সহযোগিতা করবে । উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে এই প্রতিশ্রুতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বুধবার (১৩ সেপ্টেম্বর) রাশিয়ার সর্বাধুনিক রকেট উৎক্ষেপণ কেন্দ্র ভোস্টোচনিতে কিম জং উনের সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের এ তথ্য জানান রুশ প্রেসিডেন্ট।

মঙ্গলবার ব্যক্তিগত ট্রেনে করে রাশিয়ায় পৌঁছান কিম জং উন। বুধবার দুদিনের সফর শেষ হয়েছে তার।

সম্প্রতি পিয়ংইয়ং তাদের সামরিক নজরদারি ক্ষমতা বাড়ানোর ওপর জোর দিতে শুরু করেছে। চলতি বছর উত্তর কোরিয়া দুইবার গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে।

দুই নেতার বৈঠক শুরু হওয়ার আগে রাশিয়া কিম-জন উনকে স্যাটেলাইট তৈরিতে সাহায্য করবে কিনা জানতে চাইলে পুতিন বলেন, ‘আমরা এ আলোচনা করতেই এখানে এসেছি। ডিপিআরকে (উত্তর কোরিয়ার সরকারি নাম) নেতা রকেট ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাপারে বেশ আগ্রহ দেখিয়েছেন। তারা মহাকাশযান তৈরিরও চেষ্টা করছেন।’

তিনি এবং কিম সামরিক বিষয়ে আলোচনা করবেন কিনা এমন প্রশ্নের জবাবে পুতিন জানান, তারা সব বিষয়ে আলোচনা করবেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *