ডিসেম্বর ২২, ২০২৪

রাশিয়ার হাতে দখল হওয়া ভূমির শতকরা ৫০ ভাগ ইউক্রেন পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে বলে দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। মার্কিন নিউজ চ্যানেল সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে এ দাবি করেন।

সাক্ষাৎকারে অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, রাশিয়ার দখল করা ভূমির শতকরা ৫০ ভাগ এরইমধ্যে ইউক্রেন পুনরুদ্ধার করেছে। আরও সামনের দিকে অগ্রসর হতে গিয়ে ইউক্রেনের সেনাবাহিনী ‘কঠিন চ্যালেঞ্জের’ মুখে পড়েছে। পাল্টা হামলার ফলাফল পর্যালোচনার সময় এখনও আসেনি এবং এ অভিযান হবে চ্যালেঞ্জিং।

সিএনএনকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, পাল্টা হামলা সবেমাত্র শুরু হয়েছে। এ হামলা অত্যন্ত কঠিন। আগামী সপ্তাহ কিংবা আগামী মাসেই এটি শেষ হয়ে যাবে না। আমরা এখনও পর্যবেক্ষণ করছি। আমার মনে হয় কয়েক মাস সময় লাগবে।

কিয়েভ বাহিনী এ পর্যন্ত দেশটির দক্ষিণের কিছু গ্রাম এবং পূর্বের বিখ্যাত বাখমুত শহর পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে বলে জানা গেছে। গত মাসে ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে পাল্ট হামলা শুরু করে। পার্সটুডে

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...