নভেম্বর ২৭, ২০২৪

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বিরুদ্ধে ফৌজদারি মামলা করে তাঁর নাম ‘ওয়ান্টেড’ তালিকায় যুক্ত করেছে রাশিয়া। শনিবার রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যভান্ডারের উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। তবে ওই তথ্যভান্ডারে এ নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

রাশিয়ার পক্ষ থেকে ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে অভিযান শুরুর পর থেকে ইউক্রেন ও ইউরোপের কয়েকটি দেশের কয়েক রাজনৈতিক নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

এর আগে রাশিয়ার পুলিশ বাহিনীর পক্ষ থেকে এস্তোনিয়ার প্রধানমন্ত্রী কাজা কাল্লাস, লিথুয়ানিয়ার সংস্কৃতিমন্ত্রীসহ লাটভিয়ার আইনসভার সাবেক কয়েক সদস্যকে ‘ওয়ান্টেড’ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। তাঁদের বিরুদ্ধে সোভিয়েত যুগের স্মৃতিস্তম্ভ ভেঙে ফেলার অভিযোগ আনা হয়।

রাশিয়ার পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ আদালতের এক কৌঁসুলির বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ওই কৌঁসুলি গত বছর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলে গ্রেপ্তারি পরোয়ানা প্রস্তুত করতে কাজ করেছিলেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...