সেপ্টেম্বর ৮, ২০২৪

রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশনের প্রধান কার্যালয়ে হামলা চালিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। দুপুর থেকে কয়েক দফা হামলা হয় সেখানে। আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরের দিকে রামপুরা ব্রিজ অবরোধ করে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি দল বিটিভির প্রধান গেট ভেঙে ভেতরে ঢুকে পড়েন এবং এরপর কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের আনার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে বিকেল পৌনে ৬টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয় সেখানে। বিজিবি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কোটা সংস্কারসহ আন্দোলনে হামলার বিচার চেয়ে বৃহস্পতিবার দেশব্যাপী কমপ্লিট শাটডাউন পালন করছেন শিক্ষার্থীরা।

সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষের খবর পাওয়া গেছে। সংঘর্ষে কয়েকজনের প্রাণও গেছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *