জানুয়ারি ৫, ২০২৫

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য ইন্দোনেশিয়া থেকে আমদানি করা কয়লা নিয়ে আসা জাহাজ এম ভি বসুন্ধরা ইমপ্রেস মোংলা বন্দরে ভিড়েছে ।  আজ রোববার (১৩ আগস্ট) বেলা পৌনে ১১টার দিকে কয়লাবাহী এ জাহাজটি বন্দরে ভিড়েছে।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক বলেন, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য ৪৯ হাজার ৭০০ মেট্রিক টন কয়লা নিয়ে গত ২৪ জুলাই ইন্দোনেশিয়া থেকে ছেড়ে আসে এম ভি বসুন্ধরা ইমপ্রেস।

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উপমহাব্যবস্থাপক মো. আনোয়ার উল আজিম বলেন, আমদানি করা কয়লা সকালে মোংলা বন্দরে পৌঁছেছে। এখন সেখান থেকে কয়লা খালাস ও পরিবহন করে বিদ্যুৎ কেন্দ্রে আনা হচ্ছে।

এর আগে, গত ৫ আগস্ট চট্টগ্রাম বন্দরে খালাস হওয়া ১৮ হাজার মেট্রিক টন কয়লার পুরোটাই এ বিদ্যুৎ কেন্দ্রে এসে পৌঁছেছে। তবে, সম্পূর্ণ কয়লা কেন্দ্রে এসে পৌঁছানোর দুই-একদিনের মধ্যেই ফের বিদ্যুৎ উৎপাদন শুরু হবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...