জানুয়ারি ২৩, ২০২৫

 ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সীমান্তবর্তী রাফাহ শহরে হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। শহরের একটি আবাসিক ভবনে হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ইসরাইলি বাহিনীর বিমান হামলায় নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। খবর আলজাজিরার।

রাফাহ শহরের কুয়েত স্পেশালিটি হাসপাতালের কাছে আবাসিক ভবনে এ হামলা চালায় ইসরাইল। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ‘ইসরাইলের ওই বিমান হামলায় আবাসিক ভবনটি ধ্বংস হয়ে গেছে। ভবনটিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিলেন।’

আরও বলা হয়েছে, হামলার পর পরই সেখানে উদ্ধার অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ২১ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৫ হাজারেরও বেশি নারী ও শিশু। আহত হয়েছেন আরও প্রায় ৫৫ হাজার ফিলিস্তিনি। সেখানে বাস্তুচ্যুত হয়েছেন মোট জনসংখ্যার প্রায় ৯০ শতাংশ।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...