জুন ২৯, ২০২৪

আগামীকাল রোববার থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। টুর্নামেন্টের প্রস্তুতি ম্যাচ আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ বনাম ভারত।

বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রস্তুতি ম্যাচটি শুরু হবে। প্রস্তুতি ম্যাচে ভালো খেলার আত্মবিশ্বাস নিয়ে আগামী শনিবার শ্রীলংকার বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে চায় চাংলাদেশ।

আজ নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে একমাত্র প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হবে।

নাগরিক টিভি খেলাটি সরাসরি সম্প্রচার করবে। এছাড়া আইসিসি টিভি ও ডিজনি প্লাস হটস্টারেও দেখা যাবে।

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের আগে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে। সেই সিরিজে ২-১ ব্যবধানে হেরে যায় সাকিব আল হাসান-নাজমুল হোসেন শান্তরা।

বিশ্বকাপের আগে সেই হারে আত্মবিশ্বাস হারিয়েছে টাইগাররা। আজ ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে প্রত্যাশিত পারফরম্যান্সের মধ্য দিয়ে আত্মবিশ্বাস চাঙ্গা করতে চায় টাইগাররা।

অন্যদিকে ভারতীয় ক্রিকেটাররা বিশ্বকাপের আগে ঘরের মাঠে আইপিএল খেলায় ব্যস্ত ছিল। আইপিএল শেষ করেই বিরাট কোহলি-রোহিত শর্মারা সোজা যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলতে গেছেন। বিশ্বকাপের আগে আজকের প্রস্তুতি ম্যাচটি ভারতীয় ক্রিকেট দলের প্রস্তুতি জোরাদারের শেষ সুযোগ।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *