ডিসেম্বর ২৩, ২০২৪

এক বছরে পূর্ণ হয়েছে ঢাকাই সিনেমার আলোচিত দম্পতি পরীমনি ও শরিফুল রাজের একমাত্র সন্তান শাহীম মুহাম্মদ পদ্মর। এই দিনে সন্তানকে দেখার জন্য ছুটে এসেছেন রাজ। জানা গেছে, বুধবার রাতে পদ্মকে দেখতে পরীমনির বাসায় হাজির হয়েছিলেন রাজ। এ সময় ছেলের দেখা পেলেও স্ত্রীর দেখা পাননি তিনি। পরীমনি রাজকে নিজের ঘরেই ঢুকতে দেননি, দরজা লাগিয়ে বসেছিলেন।

এ অভিনেত্রী জানান, গতকাল রাতে এসেছিল রাজ। ছেলের সঙ্গে সময় কাটিয়ে চলে গেছে সে। আমার সঙ্গে কোনো কথা হয়নি। দেখাও হয়নি।

আপনার সঙ্গে কেন দেখা হয়নি? এ নায়িকা বলেন- ‘ওর সঙ্গে তো আমার সম্পর্কই নেই। সম্পর্ক থাকলে তো বাবুর জন্মদিনের অনুষ্ঠান আয়োজনে তাকে পাশে পেতাম। বাসায় যখন এসেছিল, তখন আমি আমার রুমের দরজা বন্ধ করে বসেছিলাম। সে চেষ্টা করেছে আমার সঙ্গে কথা বলার জন্য, আমি বলিনি। তার জন্য আমার ভালোবাসার দরজা বন্ধ হয়ে গেছে। ছেলের সঙ্গে তার সম্পর্ক, আমার সঙ্গে নয়। অনেক সহ্য করেছি, আর নয়।

আজও ছেলের জন্মদিনে হাজির হতে পারেন রাজ। পরীমনির ভাষ্য, ‘আমি চাই না সে আসুক। যদি আসে তাহলে আমি তার সঙ্গে কোনো কথা বলবো না।’

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...