সেপ্টেম্বর ১৪, ২০২৪

রাজশাহীতে পদ্মা নদীর পানি কমতে শুরু করেছে। ভারতের পশ্চিমবঙ্গে ফারাক্কা ব্যারাজের গেট খুলে দেওয়ার পর নদীটির পানি গতকাল বৃহস্পতিবার ৪ সেন্টিমিটার বেড়েছিল। আজ শুক্রবার সকাল থেকে তা আবার কমতে শুরু করেছে।

গতকাল রাজশাহী পয়েন্টে পানির উচ্চতা বেড়ে হয়েছিল ১৬ দশমিক ৩৪ সেন্টিমিটার। আজ সকাল ৬টায় সেই পানি ২ সেন্টিমিটার এবং সকাল ৯টায় আরও ১ সেন্টিমিটার কমেছে।

রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্যমতে, গত সোমবার সকাল ৬টায় রাজশাহী পয়েন্টে পানির উচ্চতা ছিল ১৬ দশমিক ২৯ মিটার। ওই দিন বেলা ৩টায় পানি ১ সেন্টিমিটার বেড়ে ১৬ দশমিক ৩০ মিটারে দাঁড়ায়। এরপর গত বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজশাহী পয়েন্টে পানির উচ্চতা একই ছিল। গতকাল সকাল ৯টা পর্যন্ত সময়ে ওই পয়েন্টে পানির উচ্চতা ৩ সেন্টিমিটার বাড়ে। তখন পানির উচ্চতা দাঁড়ায় ১৬ দশমিক ৩৩ মিটার। একই দিন সন্ধ্যা ৬টায় পানি আরও ১ সেন্টিমিটার বাড়ে। তখন রাজশাহী পয়েন্টে পানির মোট উচ্চতা দাঁড়ায় ১৬ দশমিক ৩৪ মিটার। আজ সকাল ৬টায় তা থেকে ২ সেন্টিমিটার কমে যায়। সকাল ৯টায় আরও ১ সেন্টিমিটার কমেছে। রাশাহীতে পদ্মা নদীর পানির বিপৎসীমা ১৮ মিটার। ফলে এখনো এর ১ দশমিক ৬৯ মিটার নিচ দিয়ে পদ্মার পানি প্রবাহিত হচ্ছে।

ভারতের বিহারে গঙ্গায় পানির স্তর অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় অবস্থিত ফারাক্কা ব্যারাজের ১০৯টি গেটের সব কটি খুলে দেওয়া হয়। এ খবরে রাজশাহীর মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছিল। অনেকে সকাল-সন্ধ্যায় পানি দেখতে নদীতীরে ভিড় করেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *