নভেম্বর ৯, ২০২৪

রাজনৈতিক অস্থিরতা থাকলেও এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ ভালো আছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম। আজ বুধবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এসব কথা বলেন ইসি সচিব।

জাহাংগীর আলম বলেন, রেওয়াজ অনুযায়ী তফসিল ঘোষণার পূর্বে নির্বাচন কমিশন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে। সেই ধারাবাহিকতায় আগামীকাল ৯ নভেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে। সেখানে রাষ্ট্রপতিকে নির্বাচন আয়োজনের অগ্রগতি সম্পর্কে জানানো হবে। রাষ্ট্রপতি কোনো পরামর্শ দিলে তা শুনবে কমিশন।

ইসি সচিব বলেন, ১৯ নভেম্বর কমনওয়েলথ পাক নির্বাচনী দলের সাথে বৈঠক করবে নির্বাচন কমিশন। পাশাপাশি মার্কিন নির্বাচন পর্যবেক্ষক ভোটের সময় পর্যবেক্ষণ করতে আসবে।

তিনি আরও বলেন, মনোনয়পত্রসহ নির্বাচনী সামগ্রী ধাপে ধাপে জেলায় নির্বাচন কার্যালয়গুলোতে পাঠানো হচ্ছে।

এর আগে ভোটে অনিয়মের ছবি প্রকাশ হওয়ায় লক্ষ্মীপুর-৩ ও ব্রাহ্মণবাড়িয়ার-২ আসনের উপনির্বাচনের বিজয়ী প্রার্থীর গেজেট প্রকাশ স্থগিত রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। তদন্ত প্রতিবেদনে ভোট কারচুপির অভিযোগ প্রমাণতি হলে কমিশন নির্বাচন বাতিল বা সংশ্লিষ্ট কেন্দ্রের নির্বাচন বাতিল করতে পারে বলে জানান নির্বাচন কমিশন সচিব। মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে ইসি সচিব এ তথ্য জানিয়েছেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...