ট্রাফিক আইন অমান্য করায় রাজধানীর বিভিন্ন এলাকায় গত দুই দিনে ২ হাজার ১৬৬টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। তাতে মোট জরিমানা করা হয়েছে ৭৬ লাখ ২৮ হাজার ২০০ টাকা।
এ ছাড়াও দুদিনে ১৮৪টি গাড়ি ডাম্পিং ও ৯৪টি গাড়ি রেকার করা হয়েছে বলে শনিবার (৯ নভেম্বর) ট্রাফিক পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতি ও শুক্রবার ডিএমপির ট্রাফিক বিভাগ অভিযান চালিয়ে এসব মামলা ও জরিমানা করে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।