ডিসেম্বর ২২, ২০২৪

রাজধানীর গুলিস্তান ও আগারগাঁওয়ে দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার সন্ধ্যা পৌনে ৭টায় তালতলা বাসস্ট্যান্ড এলাকায় বিহঙ্গ পরিবহণের একটি বাসে আগুন দেওয়া হয়। এর প্রায় এক ঘণ্টা পর গুলিস্তানে আরেকটি বাসে আগুন দেওয়া হয়।

ফায়ার সার্ভিস সদরদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার আনিসুর রহমান বলেন, দমকল বাহিনী আগারগাঁওয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।

গুলিস্থানে টোল প্লাজার সামনে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট সেখানে গেছে।

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আগামীকাল রোববার ও সোমবার হরতাল ডেকেছে বিএনপি ও সমমনা দলগুলো। এর আগেই সন্ধ্যায় বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটলো।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...