জানুয়ারি ২৩, ২০২৫

তীব্র গরমের মধ্যে স্বস্তির বৃষ্টি হয়েছে ঢাকায়। বুধবার (১৭ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে শুরু হয় বৃষ্টি।

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা এলাকাসহ বিভিন্ন এলাকায় এ বৃষ্টি জনজীবনে কিছুটা স্বস্তি এনে দিয়েছে। তবে হঠাৎ বৃষ্টিতে গণপরিবহনের যাত্রী ও সড়কে থাকা পথচারীরা কিছুটা ভোগান্তিতে পড়েছেন।

বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েছেন ভ্রাম্যমাণ দোকানি ও পথচারীরা। বৃষ্টির কারণে বিভিন্ন এলাকায় ফুটপাতের বিক্রেতাদের দোকান গুটিয়ে নিতে দেখা যায়।

এদিকে গত কয়েকদিন ধরে গরম বেশ বেড়েছে। সেই সঙ্গে চলমান তাপপ্রবাহ ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন বিভাগে। ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এর মধ্যেই আজ ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টির দেখা মিলল। তাতে কিছুটা হলেও স্বস্তি মিলেছে রাজধানীবাসীর।

এদিন দুপুরের পর ঢাকার আকাশ মেঘে ঢেকে যায়। বিকেল সাড়ে ৫টার পর বৃষ্টি শুরু হয়। কিছুক্ষণ চলার পর সেই বৃষ্টি অবশ্য থেমে যায়। বৃষ্টির পর এসব এলাকার আকাশ এখন মেঘলা রয়েছে।

তবে এ সময়ের বৃষ্টি বেশি সময় স্থায়ী থাকবে না বলে আবহাওয়া অফিস সূত্র জানিয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...