জানুয়ারি ২২, ২০২৫

রোজাকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানিতে এলসি মার্জিন ও একক ঋণসীমা উঠিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মুনসুর।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মূল্যস্ফীতি ও পণ্যের মূল্য নিয়ে অনুষ্ঠিত সভা শেষে তিনি এসব কথা বলেন।

গভর্নর বলেন, এটা শুধু রোজায় সাময়িক সময়ের জন্য করা হবে। শুধু মাত্র ছোলা, চিনি, গম, ভোজ্যতেলসহ ৪/৫টি পণ্যের জন্য প্রযোজ্য হবে। অন্য কোনো পণ্যের জন্য প্রযোজ্য হবে না। সাপ্লাই চেইন নিয়ে অনেক আলোচনা করা হয়েছে। আমরা প্রতিটা নিত্যপণ্যের দাম নিয়ে আলোচনা করেছি। এতে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, বেশিরভাগ নিত্যপণ্যের ডিউটি জিরো করে দেওয়া হয়েছে। আরও কিছু সিদ্ধান্ত হয়েছে আমাদের। এলসির মার্জিনতো আগেই উঠিয়ে দিয়েছিলাম। এখন আমরা আগামী রোববার একটি সার্কুলার ইস্যু করব যে নিত্যপণ্যের ওপর যেন কোনো মার্জিন না দেওয়া হয়। আমরা উঠিয়ে দিয়েছিলাম ব্যাংকের ওপর ছেড়ে দিয়েছিলাম। তবে ব্যাংকগুলোকে উৎসাহিত করব যাতে নিত্যপণ্য ওপর আগামী রোজা পর্যন্ত যেন এলসি মার্জিন চার্জ না করে। এটা একটা উল্লেখযোগ্য সিদ্ধান্ত এটা আমরা করব।

তিনি বলেন, আরেকটা জিনিস হলো আমাদের বড় বড় আমদানিকারক আছে যারা অনেক পণ্য আমদানি করে। তাদের যাতে সিঙ্গেল বড়োয়ার লিমিট (একক ঋণসীমা) একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এটা এড়ানো উচিত নয়, যা ব্যাংকের জন্য রিস্ক হয়ে যায়। এজন্য ব্যাংকের ক্যাপিটারি বাড়ানো উচিত সেটাই আমরা চেষ্টা করব। সেটা ব্যাংকিং খাত সংস্কারের মাধ্যমে করা হবে। তবে সাময়িকভাবে আগামী রোজাকে সামনে রেখে ব্যাংকের একক ঋণ সীমা যেন কোনোভাবে সমস্যা না করে সেজন্য আমরা দুই তিন মাসের জন্য উঠিয়ে দেবো।

আহসান এইচ মুনসুর বলেন, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ব্যাংকের একক ঋণসীমা আগামীতে কোনোভাবে ভায়োলেট হতে দেবো না। যাতে ব্যাংকগুলো কোনো একটি প্রতিষ্ঠান বা ব্যক্তির ওপর না বাড়ায়। যেটা সাময়িকভাবে আমি মডিফাইড করছি। ছোলা, ভোজ্যতেল, চিনি এ সব পণ্য আমদানি ক্ষেত্রে এটা করা হবে।

কোনো কোনো কোম্পানির জন্য আমদানিতে ঋণসীমা উঠিয়ে দেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, যারা এ ধরনের পণ্য (নিত্যপ্রয়োজনীয় পণ্য) আমদানি করবে তারা শুধু অন্য কেউ নয়। আমাদের ৫ থেকে ৬টি বড় কোম্পানি আছে তারাই মূলত বাজারে পণ্য সরবরাহ ও নিয়ন্ত্রণ করে। সেগুলো কোনো কোনো পণ্য যেমন চিনি, ভোজ্যতেল ও গম তারাই এগুলো সরবরাহ করে। এজন্য আমরা ৫ থেকে ৬টি কোম্পানিকে সবসময় এঙ্গেজমেন্টে রাখা এবং বাজারের সঙ্গে তাদের দামের মনিটর করা। কারণ যে কেউই আমদানি করতে পারবে। এতে কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে যাতে ন্যাচারাল মনোপলি না করতে পারে।

গভর্নর বলেন, ধরেন আমি আপনি পণ্য আনলে এক থেকে ১০ হাজার টন পণ্য আনবো কিন্তু তারা ৭০ থেকে ৮০ হাজার টন পণ্য আনবে। তারা যে দামে কিনবে আপনারা জীবনে সে দামে কিনতে পারবেন না।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...