ডিসেম্বর ২৩, ২০২৪

পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙা নির্মাণ করছেন ‘অ্যানিমেল’ সিনেমা। এতে জুটি বেঁধে অভিনয় করছেন রণবীর কাপুর-রাশমিকা মান্দানা। আগামী ১ ডিসেম্বর মুক্তি পাবে সিনেমাটি।

এ সিনেমার মুক্তি উপলক্ষে প্রচার কাজে ব্যস্ত পুরো টিম। মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে নিজের ইনস্টাগ্রামে সিনেমাটির নতুন একটি পোস্টার প্রকাশ করেছেন রাশমিকা। তাতে দেখা যায়, ঠোঁটে ঠোঁট রেখে হেলিকপ্টারের চালকের আসনে পাশাপাশি বসা রণবীর কাপুর ও রাশমিকা মান্দানা।

পোস্টারের ক্যাপশনে রাশমিকা লিখেছেন, ‘হুয়া মেইন’ শিরোনামের গানটি আগামীকাল (১১ অক্টোবর) মুক্তি পাবে। এ গানের সবগুলো ভার্সন (হিন্দি, তামিল, তেলেগু, কন্নড়, মালায়ালাম) আমার ভীষণ পছন্দ।

রণবীর-রাশমিকার চুম্বন দৃশ্য দেখে নেটিজেনরা সমালোচনায় মেতেছেন। অনেকে কটাক্ষ করে লিখেছেন, ‘আলিয়া কিছু মনে করবেন না।’ রাশমিকাকে উদ্দেশ্য করে একজন লিখেছেন, ‘ম্যাম, আপনি এ ধরনের ছবি পোস্ট দেবেন না।’ আরেকজন লিখেছেন, ‘আপনি কেন তাকে (রণবীর) চুমু খেলেন?’

‘অ্যানিমেল’ সিনেমায় প্রথমবার জুটি বেঁধে অভিনয় করছেন রণবীর কাপুর ও রাশমিকা মান্দানা। ‘কবীর সিং’খ্যাত পরিচালক সন্দীব রেড্ডি ভাঙার এ সিনেমা প্রযোজনা করছেন গুলশান কুমার।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...