ডিসেম্বর ২২, ২০২৪

ভারতের হিন্দি ছবির জনপ্রিয় নায়ক রণবীর কাপুর। বলিউডের শান্ত স্বভাবের অভিনেতা হিসেবে তার বেশ পরিচিতি রয়েছে। অভিনেতা ঋষি কাপুর এবং নীতু সিংয়ের ছেলে রণবীর।

সম্প্রতি জাতীয় পুরস্কার জয়ী অভিনেতা উপেন্দ্র লিমায়ে রণবীর কাপুরের ভূয়সী প্রশংসা করেছেন। প্রশসং করেছেন জনপ্রিয় অভিনেতা সুরেশ ওবেরয়ও।

উপেন্দ্র লিমায়ে রণবীরের প্রশংসা করে বলেন, যখন আমি শুনেছি রণবীর কাপুর অ্যানিমাল ছবিতে রনবিজয়ের চরিত্রে অভিনয় করছে তখনই আমি রণবীরকে জানাই ওর সঙ্গে কাজ করার জন্য আমি অপেক্ষায় আছি।

তিনি আরও বলেন, আমি প্রথম থেকেই রণবীরের অনেক বড় অনুরাগী। বলিউডে অনেক তারকা আছে তাদের সবার মধ্য়ে রণবীর অন্যতম। কেউ অভিনয় শিখতে চাইলে রণবীরকে ফলো করুক।

উপেন্দ্র লিমায়ের মতো রণবীরের প্রশংসা করেছেণ জনপ্রিয় অভিনেতা সুরেশ ওবেরয়ও। সম্প্রতি এক সাক্ষাৎকারে বর্ষীয়ান এই অভিনেতা বলেছেন, রনবীরের এত ভালো ব্যবহার, সে একজন দারুণ অভিনেতা এবং অসাধারণ মানুষ। সে জানে কোথায় কেমন ব্যবহার করতে হয়। আমি নীতুকে জানিয়েছি তুমি আর ঋষি রণবীরকে অসাধারণ শিক্ষা দিয়েছ, তোমাদের কারণেই সে নিপাট ভালো মানুষ হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...