নভেম্বর ১৬, ২০২৪

পাকিস্তান ক্রিকেট দলের সবশেষ অস্ট্রেলিয়া সফরে যাননি দলটির তারকা পেসার হারিস রউফ। যে কারণে হারিস রউফকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

গত ১ ডিসেম্বর থেকে রউফের কেন্দ্রীয় চুক্তি বাতিল এবং আগামী ৩০ জুন পর্যন্ত তাকে বিদেশি লিগে খেলার অনাপত্তিপত্র দেওয়া হবে না।

বিজ্ঞপ্তিতে পিসিবি বলেছে, ‘পাকিস্তানের হয়ে খেলা যেকোনো খেলোয়াড়ের জন্য চূড়ান্ত সম্মান এবং সুযোগ। মেডিকেল রিপোর্ট বা সঙ্গত কারণ ছাড়া পাকিস্তানের টেস্ট দলে থাকতে অস্বীকার করা কেন্দ্রীয় চুক্তির বিধি লঙ্ঘন।’

হারিস রউফের কেন্দ্রীয় চুক্তি বাতিলের সিদ্ধান্ত ভালো লাগেনি পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল লাহৌর কলন্দর্সের মালিক সামিন রানার।

এক সাক্ষাৎকারে সামিন বলেন, ‘এই ঘোষণা ঠিক সময়ে হয়নি। সামনে পাকিস্তানের কোনও সফর নেই। সরাসরি টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। তা হলে পাকিস্তান সুপার লিগ শুরুর আগে এই ঘোষণা করার কোনও মানে ছিল না। এর নেপথ্যে কোনও যুক্তি নেই। রউফ সব সময় পাকিস্তানের হয়ে খেলতে চায়। তাই এটা ওর কাছে বড় ধাক্কা। শারীরিক ও মানসিক ভাবে ও ভেঙে পড়েছে। তারই প্রভাব আমরা মাঠে দেখেছি।’

সামিন আরও বলেন, ‘রউফ আমাদের দলের প্রধান বোলার। শাহিন আফ্রিদির পরে সর্বোচ্চ উইকেট নিয়েছে। এই রকমের এক জন ক্রিকেটারকে এ ভাবে অপমান করা বোর্ডের উচিত হয়নি। আলাদা করে ডেকে কথা বলে তার পরে কোনও সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। বোর্ড এটা ঠিক করেনি।’

হারিস রউফকে কেন্দ্রী চুক্তি থেকে বাদ দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদিও।

তিনি বলেছিলেন, ‘পিসিবির সিদ্ধান্ত নিয়ে আমার বেশি কিছু বলার নেই। কিন্তু সময়টা এমন যে, একদিন পরই আমাদের ম্যাচ (পিএসএল) আর সিদ্ধান্তটা এখনই এলো। হারিস মানসিকভাবে খুবই শক্ত একজন এবং আশা করি পিসিবির এই সিদ্ধান্ত তার ওপর প্রভাব ফেলবে না। আর সম্ভবত পিসিবিও বুঝতে পারবে, এমন সিদ্ধান্ত জানানোর সঠিক সিদ্ধান্ত এটি ছিল না।’

পিএসএলে গত দুই আসরের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স, সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য হারিস রউফ। টুর্নামেন্ট শুরুর ঠিক আগে হারিস রউফকে বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়ায় তার প্রভাব পিএসএলের পারফরম্যান্সে ওপর প্রভাব পড়ে। তিনি নিজের সেরাটা উজার করে দিতে পারছেন না।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...