সেপ্টেম্বর ১৭, ২০২৪

বিশ্বকাপের আর মাত্র কয়েকদিন বাকি। এরই মধ্যে অনেক সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষকরা বিশ্বকাপের সেমিফাইনালের সম্ভাবনায় থাকা দলগুলোর নাম প্রকাশ করেছেন। সাবেক ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিংও নিজের পছন্দের পাঁচটি দল বেঁছে নিয়েছেন।

সবচেয়ে চমক জাগানিয়া হচ্ছে। যুবরাজের সম্ভাব্য সেমিফাইনালিস্টের তালিকায় নেই পাকিস্তান। বিশ্বকাপের ফেভারিট দল বেছে নিতে গিয়ে তিনি বলেন, ‘অবশ্যই ভারত-অস্ট্রেলিয়া সেমিফাইনালে থাকবে। আমি এখানে পাঁচটি দলকে সেমিফাইনালের জন্য বাছাই করব। ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড এবং আমার মনে হয় সাউথ আফ্রিকার পাওনা আছে। সাদা বলে তাদের একটি ট্রফি দরকার।’

এদিকে বিশ্বকাপের আগেই বড় ধাক্কা খেয়েছে ভারত। এই বিশ্ব আসর থেকে ছিটকে গেছেন অক্ষর প্যাটেল। তার বদলি হিসেবে রবিচন্দ্রন অশ্বিনকে নেয়া হয়েছে। তবে যুবরাজ বলেন, ‘অক্ষর না থাকায় আমাদের একটু অপেক্ষা করে দেখা উচিত ছিল ৭ নম্বরে কে ব্যাট করতে পারে। আমার মনে হয়, যদি অক্ষরের জায়গায় ওয়াশিংটন সুন্দর খেলত তবে ভারত আরেকজন বাঁহাতি পেত। তবে দুর্ভাগ্যজনকভাবে তাকে নেওয়া হয়নি, একইভাবে যুবেন্দ্র চাহালকেও নেওয়া হয়নি। এ ছাড়া আমার কাছে দলের সমন্বয় ভালোই মনে হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘সে ভবিষ্যতের তারকা নয়, সে এখনই তারকা। এ মুহূর্তে সে ভয়ডরহীন। সে দারুণ ছন্দেও আছে। সে ম্যাচ বদলে দিতে পারে। সে যেকোনো বাধা ভেঙে দিতে পারে। আর যদি কেউ ভয়ডরহীন হয় এবং ভালো ছন্দে থাকেন তবে সে ভারতকে ম্যাচ জেতাতে পারবে। এটাই আমি তার কাছ থেকে পাওয়ার আশা করছি।’

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *