সেপ্টেম্বর ১৭, ২০২৪

ইউক্রেনে গুচ্ছবোমায় সজ্জিত কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী প্রস্তুতি নিচ্ছে। প্রেসিডেন্ট জো বাইডেনের অনুমতি পাওয়ার পরপরই কিয়েভকে এসব অস্ত্র দেওয়া হবে। মার্কিন সামরিক বাহিনীর বরাত দিয়ে মঙ্গলবার আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে।

এক সাক্ষাৎকারে আর্মি অ্যাসিসট্যান্ট সেক্রেটারি ফর অ্যাকুইজিশন ডগ বুশ জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ‘শেষ মুহূর্তে দ্রুত পাঠানোর জন্য প্রস্তুত হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।’

যুক্তরাষ্ট্র যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি পাঠাতে যাচ্ছে সেটি হচ্ছে আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম (এটিএসিএমএস)। মার্কিন প্রতিরক্ষা কোম্পানি লকহিড মার্টিন এর উৎপাদনকারী। ক্ষেপণাস্ত্রটি ১৯০ মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। উৎপাদনকারী প্রতিষ্ঠানোর দাবি, এটি দূরপাল্লার নির্দেশিত ক্ষেপণাস্ত্র ‘যা অপারেশনাল কমান্ডারদের যুদ্ধের তীব্রতা চলাকালে জয়ী হওয়ার জন্য তাৎক্ষণিক আক্রমণের সক্ষমতা দেয়।’ ১৯৯১ সালে ইরাক যুদ্ধের সময় এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল যুক্তরাষ্ট্র।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *