জানুয়ারি ৫, ২০২৫

যুক্তরাষ্ট্রে নববর্ষ বরণের অনুষ্ঠানে ট্রাক হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। বুধবার (০১ জানুয়ারি) লুইজিয়ানার নিউ অরলিন্স শহরের ফ্রেঞ্চ কোয়ার্টারে বর্ষবরণের উদযাপনে ট্রাক উঠিয়ে দেয়া হলে এই হতাহতের ঘচনা ঘটে। খবর আলজাজিরার।

মার্কিন গণমাধ্যমের খবর অনুযায়ী, এই ঘটনায় এখন পর্যন্ত ১৫ জন নিহত হয়েছেন। ময়নাতদন্ত শেষ করতে কয়েক দিন সময় লাগবে। নিহতদের নিকটাত্মীয়দের সঙ্গে কথা বলে তাদের পরিচয় প্রকাশ করা হবে।

এর আগে বুধবার দিবারাত ৩টায় ভিড়ের মধ্যে পিক আপ ট্রাক চালিয়ে দেয় এক ব্যক্তি। এতে বেশ কিছু হতাহতের ঘটনা ঘটে। এরপর গাড়ি চালকও মারা যায় বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো। তবে তার মৃত্যুর কারণ জানা যায়নি। এই ঘটনার প্রেক্ষিতে পুলিশ ও গোয়েন্দা সংস্থা এফবিআই তদন্ত শুরু করেছে।

স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারীর নাম শামসুদ-দীন জব্বার। ৪২ বছর বয়সী ওই ব্যক্তি টেক্সাসের বাসিন্দা। তিনি এক সময় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে কর্মরত ছিলেন।

লুইজিয়ানার গভর্নর জেফ ল্যান্ড্রি এক বিবৃতিতে এই ঘটনার নিন্দা জানিয়ে স্থানীয়দের ওই জায়গাটি এড়িয়ে যাওয়ার আহ্বান জানান। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিউ অরলিন্সের মেয়রের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন।

বাইডেন বলেন, নিউ অরলিন্সের সব মানুষ যারা শোক পালন করছে, আমি আপনার সঙ্গে শোকাহত। আমাদের দেশবাসী আপনার সঙ্গে শোক পালন করছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...