নভেম্বর ২৭, ২০২৪

সুপ্রিম কোর্টের মাজার গেট থেকে বামের লেনে গাড়ি চলাচল নিশ্চিত করতে কংক্রিটের আইল্যান্ড (সড়ক বিভাজক) নির্মাণের উদ্যোগ নিয়েছে ট্রাফিক পুলিশ। এতে ওই সড়কে যান চলাচলে শৃঙ্খলা ফিরবে বলে আশা সংশ্লিষ্টদের।

ঢাকা মহানগর ট্রাফিক পুলিশ সূত্র জানায়, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর চলাচলের রুট হিসেবে ব্যবহৃত হয় হাইকোর্ট ক্রসিং। সেইসঙ্গে সচিবালয় ও পুলিশ সদর দপ্তরের চলাচলের ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ক্রসিং। কিন্তু এই ক্রসিংয়ে সুপ্রিম কোর্টের মাজার গেট থেকে বিচারপতি ও আইনজীবীসহ জনসাধারণের প্রচুরসংখ্যক গাড়ি ও রিকশা উল্টো দিক দিয়ে বের হয়ে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে।

এসব সমস্যার সমাধানের লক্ষ্যে মেট্রোরেল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে বামের লেনে গাড়ি চলাচল নিশ্চিত করতে আইল্যান্ড নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

 

 

 

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...