আগস্ট ৯, ২০২৫

রাজধানীর যাত্রাবাড়ীতে যাত্রীবাহী বাসে আগুন লাগিয়েছে দুর্বৃত্তরা।এতে ১ জন আহত হয়েছেন। তার নাম-পরিচয় এখনও জানা যায়নি।

মঙ্গলবার (২১ নভেম্বর) রাত ৮টা ৫০ মিনিটের দিকে যাত্রাবাড়ী মোড়ে বাসে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশিদ বিন খালিদ জানিয়েছেন, যাত্রাবাড়ীতে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে পোস্তগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুল আলম বলেন, রাইদা পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে যাত্রীবেশে দুর্বৃত্তরা বাসে আগুন দিয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...