ডিসেম্বর ৪, ২০২৪

চলতি মওসুমে যশোর জেলার ৮ উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে ১১০ হেক্টর বেশি জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে।এ মওসুুমে (২০২৩-২০২৪) পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১ হাজার ৫শ’ হেক্টর।লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদ হয়েছে ১হাজার ৬১০ হেক্টর জমিতে।আবাদ হওয়া জমিতে প্রায় ১৮ হাজার মেট্রিক টন পেঁয়াজ উৎপাদনের আশা করছেন কৃষি কর্মকর্তারা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মওসুমে সদর উপজেলায় ২০৪ হেক্টর জমিতে, শার্শা উপজেলায় ২৯৫ হেক্টর জমিতে, চৌগাছা উপজেলায় ৩৬০ হেক্টর জমিতে, ঝিকরগাছা উপজেলায় ১৮০ হেক্টর জমিতে,মণিরামপুর উপজেলায় ৪১৫ হেক্টর জমিতে, বাঘারপাড়া উপজেলায় ৪৫ হেক্টর জমিতে, অভয়নগর উপজেলায় ২৪ হেক্টর জমিতে এবং কেশবপুর উপজেলায় ৯৭ হেক্টরর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। কৃষি কর্মকর্তারা বলছেন বাজারে পেঁয়াজের দাম ভালো থাকায় জেলার চাষিরা ঝুঁকে পড়েছেন এ ফসল চাষে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. সুশান্ত কুমার তরফদার জানান অর্থকরী ফসল হিসেবে পেঁয়াজ চাষে আমরা কৃষকদের উৎসাহিত করছি।পেঁয়াজ চাষ বৃদ্ধিতে কৃষকদেরকে কৃষি প্রণোদনা দেয়া হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মওসুমে পেঁয়াজের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। কৃষি বিভাগ থেকে পেঁয়াজ চাষে চাষিদের সব ধরণের সহযোগিতা দেয়া হয়েছে বলে তিনি জানান।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...