জানুয়ারি ২২, ২০২৫

মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রবিবার (১৯ মে) নির্বাচন পরিচালনা-২ (অধি-শাখা) এর উপ-সচিব আতিয়ার রহমান চিঠি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। ফলে আগামী ২১ মে ২য় ধাপের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ১৫৬টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ইসি সূত্রে জানা গেছে, আপিল বিভাগের সিপিএলএ নম্বর ১৬০৮/২০২৪ এর ১৬ মের আদেশ প্রতিপালনের সুবিধার্থে মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সব পদের নির্বাচন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করার সিদ্ধান্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে।

বিষয়টি বাস্তবায়নে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা এবং মৌলভীবাজার সদরের উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তাকে আদেশক্রমে অনুরোধ করা হয়েছে।

প্রসঙ্গত, দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে মোট ১ হাজার ৮২৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্য চেয়ারম্যান পদে ৬০৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬৯৩ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৫৯৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উপজেলা পরিষদ নির্বাচন আইন অনুযায়ী, প্রচার শেষ হবে আজ মধ্যরাত ১২টায়।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...