জানুয়ারি ২৩, ২০২৫

শ্যুটিং থেকে ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ছোটপর্দার অভিনেত্রী সুচন্দ্রা দাশগুপ্তর। জানা যাচ্ছে, সুচন্দ্রার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গ সোদপুরে, বাইকে করে বাড়ি ফেরার পথে একটি লরি পিষে দেয় অভিনেত্রীকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সুচন্দ্রার। ঘতক লরির চালককে গ্রেফতার করেছে পুলিশ।

এদিকে সুচন্দ্রা জি বাংলার জনপ্রিয় ধারাবাহিকের সঙ্গে যুক্ত ছিলেন বলে খবর। এবিষয়ে বিশদে জানতে হিন্দুস্তান টাইমসের তরফে যোগাযোগ করা হয় জি বাংলার ‘গৌরী এলো’ টিমের সঙ্গে। ‘গৌরী এলো’ টিমের তরফে জানানো হয়, ‘সুচন্দ্রা দাশগুপ্ত গৌরী এলো ধারাবাহিকে কাজ করেছেন ঠিকই, তবে সেটা গত ফেব্রুয়ারি মাসে। ফেব্রুয়ারি মাসের শেষের দিকে বেশ কয়েকটা দিন একটা ছোট্ট চরিত্রে উনি অভিনয় করেছিলেন। সেটা ছিল এক ওঝার শিষ্যার চরিত্র, আলাদা করে ওই চরিত্রের কোনও নাম ছিল না। খুবই অল্প দিন উনি কাজ করেছিলেন, তবে বর্তমানে তিনি গৌরী এলোর সঙ্গে যুক্ত ছিলেন না।’

প্রসঙ্গত গতকাল (শনিবার)ও সুচন্দ্রা শ্যুটিং করছিলেন বলে জানা গিয়েছে, তবে তিনি ঠিক কিসের শ্যুটিং করছিলেন, সে বিষয়ে কিছু জানা যায়নি।’

পুলিশ জানিয়েছে, শনিবার বিটি রোডের ব্যস্ত রাস্তায় এই দুর্ঘটনার কারণে দীর্ঘক্ষণ যান চলাচল ব্যহত হয়। স্থানীয়রা জানাচ্ছেন, অভিনেত্রী বাইক ট্যাক্সিতে ছিলেন, তাঁদের সামনে চলে আসা একটা সাইকেলকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনা ঘটে। সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে বাইক চালক ব্রেক কষেন। আর তাতেই বাইক থেকে ছিটকে পড়ে যান অভিনেত্রী। আর পিছন থেকে একটি লরি অভিনেত্রীকে পিষে দেয়। অভিনেত্রী সুচন্দ্রা দাশগুপ্তের প্রয়াণে টলিপাড়ার অনেকেই শোকপ্রকাশ করেছেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...