জানুয়ারি ৩, ২০২৫

আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসির চেয়ে এখনো এগিয়ে রয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো।

সামাজিক যোগাযোগমাধ্যম সোশ্যাল মিডিয়ায় ছবি, ভিডিও, ফটো শেয়ারিংয়ে ইনস্টাগ্রামে সর্বাধিক ফলোয়ার রোনালদোর। ফলোয়ারের তালিকায় আর্জেন্টাইন তারকার চেয়ে একধাপ এগিয়ে পর্তুগিজ তারকা।

ফোর্বস ইন্ডিয়ার মতে ইনস্টাগ্রামে রোনালদোর ফলোয়ার সংখ্যা ৬২৭ মিলিয়ন আর মেসির ফলোয়ার ৫০২ মিলিয়ন।

৩৯ বছর বয়সি রোনালদো বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে খেলছেন। তিনি ইনস্টাগ্রামে যাই পোস্ট করেন তার ভক্তদের মন ছুঁয়ে যায়।

অন্যদিকে ৩৬ বছর বয়সি বার্সেলোনার সাবেক তারকা ক্রিকেটার লিওনেল মেসি পিএসজি ছেড়ে বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামির হয়ে খেলছেন। মেসি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়। তিনি প্রায় সময় তার পরিবারের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। তার সেই ছবি, ভিডিও ভক্তদের নজর কাড়ে। ইনস্টাগ্রামে বিশ্বব্যাপী তার কোটি কোটি সক্রিয় ভক্ত রয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...