ডিসেম্বর ২৩, ২০২৪

২০১৭ সালের পর প্রথমবার এবং সব মিলিয়ে তৃতীয়বার ক্রিস্টিয়ানো রোনালদো ফোর্বাসের সবচেয়ে বেশি আয় করা অ‌্যাথলেটিকসদের তালিকায় জায়গা পেয়েছেন।

আয়ের এই হিসেবে রোনালদো গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসেও জায়গা করে নিয়েছেন। এ বছরের ১ মে পর্যন্ত করা এ হিসাবে এক বছরে রোনালদোর আয় ছিল ১৩ কোটি ৬০ লাখ ডলার। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের অনলাইনে এ খবর নিশ্চিত করা হয়েছে।

সবশেষ বছরে লিওনেল মেসি ছিলেন সবচেয়ে বেশি অর্থ আয় করা অ্যাথলেট। এ বছর মেসির আয় ১৩ কোটি লাখ ডলার। শীর্ষস্থান পুনরুদ্ধার করা রোনালদো এ নিয়ে ১৭তম বার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছেন।

গত মে মাসে ফোর্বস বিশ্বের সবচেয়ে বেশি উপার্জনকারী অ্যাথলেটদের নাম প্রকাশ করে। যেখানে মেসিকে সরিয়ে শীর্ষস্থান দখল করেন রোনালদো।

গত এক বছরে ফুটবল খেলে রোনালদো আয় করেছেন ৪ কোটি ৬০ লাখ ডলার। যেখানে আছে তার বেতন, প্রাইজ মানি এবং বোনাস। এবং মাঠের বাইরে নানাভাবে সিআরসেভেনের আয় ছিল ৯ কোটি ডলার। এখানে আছে তার স্পনসরশিপ চুক্তি, দূত হিসেবে উপস্থিতি এবং নিজের ব‌্যবসা।

মেসি এক বছরে আয় করেছেন ১৩ কোটি ডলার এবং তালিকার তিন নম্বরে থাকা কিলিয়ান এমবাপ্পের আয় ১২ কোটি ডলার।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...