জানুয়ারি ২৩, ২০২৫

মুন্সীগঞ্জের শ্রীনগরে মিক্সচার মেশিনের ফিতায় পেঁচিয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৬ মার্চ) বেলা ১১টার দিকে নির্মাণাধীন পদ্মা সেতু রেল সংযোগ লাইনের বেঁজগাও স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শ্রীনগর উপজেলার বেঁজগাও এলাকায় নির্মাণাধীন রেলস্টেশনের ঢালাই কাজের সময় শ্রমিক মো. মফিজুল (৪০) মিক্সচার মেশিনের ফিতায় পেঁচিয়ে যান। অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মো. মফিজুল রংপুরের বাসিন্দা। তিনি ছনবাড়ি এলাকার আলমদিনা মসজিদের সামনে পরিবার নিয়ে ভাড়া থাকতেন। মফিজুলের দুই ছেলে রয়েছে।

এই বিষয়ে জানতে দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী মো. রাজনের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

শ্রীনগর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ফিতায় পেঁচিয়ে এক শ্রমিক মারা গেছেন। মরদেহ হাসপাতালে রয়েছে। এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...