জানুয়ারি ৫, ২০২৫

সাবেক মিস ইউনিভার্স ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। ৪৭ বছর বয়সী এ অভিনেত্রী এখনো অবিবাহিত। কিন্তু কেন তিনি বিয়ে করেননি তা অজানা।

বিয়ে না করলেও দুই কন্যা সন্তানের মা সুস্মিতা। ২০০০ সালে বড় মেয়ে রেনেকে দত্তক নেন এই অভিনেত্রী। এরপর নিজের মেয়ের মতো করেই বড় করেছেন। ২০১০ সালে দ্বিতীয় মেয়ে আলিশাকে দত্তক নেন। সুস্মিতার মেয়েরাও চান না তিনি বিয়ে করুক।

সিদ্ধার্থ কান্নানকে দেওয়া সাক্ষাৎকার দিয়েছেন সুস্মিতা সেন। এসময় তাকে জিজ্ঞাসা করা হয়, তার মেয়েরা বাবার অভাব অনুভব করে কিনা?এ প্রশ্নের জবাবে সুস্মিতা সেন বলেন— ‘‘আমি রেনে আর আলিশাকে জিজ্ঞাসা করেছিলাম, একজন বাবা থাকলে তোমাদের ভালো হতো কিনা! বাবাকে মিস করো কিনা? আমি এ-ও বলি, আমার একটা বিয়ে করা দরকার। তখন ওরা (রেনে ও আলিশা) বলে, ‘কী! কেন?’ ওরা বলে, ওদের কোনো বাবার দরকার নেই। আমি তখন ওদের বলি, আমার একটা স্বামী দরকার। ওরা বলে, এসবে তাদের কোনো আগ্রহ নেই।’’

সুস্মিতার বাবার সঙ্গে খুবই ভালো সম্পর্ক রেনে-আলিশার। তা উল্লেখ করে সুস্মিতা বলেন, ‘রেনে ও আলিশা বলেন, ওদের বাবার দরকার নেই। কারণ ওদের টাটা (দাদা) আছে। আর ওদের কাছে আমার বাবাই ওদের বাবার মতো। পিতৃত্বের যেমন ব্যক্তিত্ব ওরা পছন্দ করে, সেটা হল আমার বাবা।’

ব্যক্তিগত জীবনে অনেকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন সুস্মিতা। কিন্তু কখনো তা বিয়ে পর্যন্ত গড়ায়নি। তবে গত বছর অভিনেত্রী-লেখিকা টুইঙ্কেল খান্নাকে দেওয়া এক সাক্ষাৎকারে সুস্মিতা সেন বলেছিলেন, ‘সৌভাগ্যক্রমে আমি অনেক মজার মানুষদের সঙ্গে মিশেছি। কিন্তু আমি বিয়ে করিনি। কারণ তারা সকলেই হতাশ থাকত। বাচ্চাদের নিয়ে কোনো সমস্যা নয়। এতে বাচ্চাদের কিছু নেই। তারা খুবই ভদ্র। আমার জীবনে যারা এসেছে দু’টি বাচ্চাই তাদের আপন করে নিয়েছে। তারা সবাইকে সমানভাবে সম্মান করেন। এটি দেখলে ভালো লাগে।’

তিনবার বিয়ের পরিকল্পনা করেছিলেন বলে জানান এই অভিনেত্রী। কিন্তু শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেননি। এ বিষয়ে সুস্মিতা বলেছিলেন, ‘আমি তিনবার বিয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম। কিন্তু সৃষ্টিকর্তা আমাকে বাঁচিয়েছেন। পরে তাদের জীবনে কী ভয়াবহ ঘটনা ঘটেছে তা বলে বোঝাতে পারব না। সৃষ্টিকর্তা আমাকে রক্ষা করেছেন। আমার বাচ্চাদেরকেও। তিনি আমাকে এসব বাজে সম্পর্কে জড়াতে দেননি।’

কয়েক মাস আগে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন সুস্মিতা সেন। পরে তাকে অ্যানজিওপ্লাস্টি করানো হয় এবং স্টেন্ট পরানো হয়। তবে এখন ভালো আছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...