জানুয়ারি ৬, ২০২৫

বাংলাদেশের প্রথম মেট্রোরেল এমআরটি লাইন-৬ এর প্রকল্প পরিচালক পদে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত সচিব প্রকৌশলী মোঃ জাকারিয়া। রোববার (১ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় মোঃ জাকারিয়াসহ ৪ জন কর্মকর্তার পদায়ন সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। অন্য তিন কর্মকর্তা হচ্ছেন-যুগ্মসচিব মোহাম্মদ মনিরুজ্জামান, যুগ্ম সচিব এ. বি. এম. আরিফুর রহমান ও যুগ্ম সচিব মোঃ এনামুল হক।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রকৌশলী মোঃ জাকারিয়া বর্তমানে ঢাকা মাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৬) এর অতিরিক্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এমআরটি লাইন-৬ এর শুরু থেকেই তিনি এই প্রকল্প বাস্তবায়নের সঙ্গে যুক্ত আছেন।

অন্য তিন কর্মকর্তার মধ্যে মোহাম্মদ মনিরুজ্জামান এমআরটি লাইন-৬ এর প্রকল্প ব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন। তাকে এমআরটি লাইন-১ এর অতিরিক্ত প্রকল্প পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে। এমআরটি লাইন-৬ এর অতিরিক্ত প্রকল্প পরিচালক হিসেবে পদায়নকৃত এ. বি. এম. আরিফুর রহমান বর্তমানে একই প্রকল্পে প্রকল্প ব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন। এমআরটি লাইন-৫ প্রকল্পে প্রকল্প ব্যবস্থাপক হিসেবে কর্মরত মোঃ এনামুল হককে একই প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...