ডিসেম্বর ৪, ২০২৪

চাঁদপুরের মেঘনা নদীতে অভিযান চালিয়ে বালুবাহী আটটি ড্রেজারসহ ১৬ সুকানি (মাস্টারের সহযোগী হিসেবে নৌযান পরিচালনা করেন) ও শ্রমিককে গ্রেপ্তার করেছে নৌ-পুলিশ।

সোমবার (২ ডিসেম্বর) দিনভর অভিযান শেষে সন্ধ্যায় আটককৃতদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা দায়ের করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান খানের নেতৃত্বে এই অভিযানে অংশ নেয় নৌ-পুলিশ।

আটককৃত সুকানি ও শ্রমিকেরা হলো- জামাল হোসেন (৩৯), মোহাম্মদ রাসেল গাজী (২২), আজিজুল হক (৩০), ইকবাল হাসান (২০), সাইফুল ইসলাম (২৮), আলামিন (৪২), মো. মোতালেব (২৫), মো. মামুন (৩৮), তোফাজ্জল (৪৭), জাহিদুল ইসলাম (২৮), আব্দুল হান্নান (৪৮), আমির হোসেন (৪২), ইসমাইল (৩০), সাইফুল ইসলাম (২৮), রফিকুল ইসলাম (৪২) ও নাজমুল (৩৫)।

বিষয়টি নিশ্চিত করে নৌপুলিশ চাঁদপুর অঞ্চলের সহকারী পুলিশ সুপার মো. ইমতিয়াজ আহম্মেদ বলেন, মেঘনা নদীর সদর উপজেলার আমিরাবাদ এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় আটটি ড্রেজার জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান খান বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। নদীর তীরবর্তী এলাকার ভাঙনের তীব্রতাও বাড়ে এবং মৎস্যসম্পদ ও ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়। এটি ‘‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’’ এর ১৫(১) ধারা এবং দণ্ডবিধির ৪৩১ ধারা লঙ্ঘন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...