ডিসেম্বর ৩০, ২০২৪

কেরেতারোর জননিরাপত্তা বিভাগের প্রধান হুয়ান লুইস ফেরুসকা জানান, শনিবার (০৯ নভেম্বর) লস কান্তারিতোস বারে প্রবেশ করেন বন্দুকধারীরা। পরে এলোপাতারি গুলি চালালে অন্তত দশজনের মৃত্যু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে তিনি বলেন, “জরুরি সেবার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিশ্চিত করেন যে, চারজন বন্দুকধারী ভারী অস্ত্র নিয়ে একটি পিকআপে করে এসেছিল।”

তিনি আরও জানান, বারের ভেতরে ১০ জন নিহত হয়েছেন এবং অন্তত সাতজন আহত হয়েছেন। এদিকে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। এছাড়া হামলায় ব্যবহৃত যানটি আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে। পরে পরিত্যক্ত অবস্থায় সেটি উদ্ধার করেছেন আইনশৃঙ্খলা বাহিনী।

কেরেতারো সাধারণত মেক্সিকোর নিরাপদ শহরগুলোর একটি হিসেবে বিবেচিত হয়। যদিও মাদক পাচার ও গ্যাং সহিংসতার কারণে ২০০৬ সাল থেকে এখন পর্যন্ত সাড়ে ৪ লাখের বেশি মানুষ সেখানে নিহত হয়েছেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...